সৈয়দপুরে অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলামের মায়ের ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে অবস্থিত খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম এর মমতাময়ী মা আসমা খাতুন গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়- স্বজন,বন্ধু বান্ধব,শুভাকাঙ্ক্ষী ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরুত ধুলিয়া দামেরপাড় গ্রামের বাড়িতে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ রানা বাবু (পাইলট) ও সাবেক চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমি প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. গোলজার হোসেন,সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, সাংবাদিক এম আর আলম ঝন্টু, মো. আমিরুজ্জামান, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।