সৈয়দপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
শনিবার নীলফামারীর সৈয়দপুরে গ্রামবাংলা ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বোতলাগাড়ী ইসলামী জাগরণ কমিটি ওই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলার চার নম্বর বোতলাগাড়ী
ইউনিয়নের বোতলাগাড়ী কাজীপাড়া দোলা মাঠ প্রাঙ্গণে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ, বি ও সি তিন গ্রুপে এই প্রতিযোগিতায় মোট ১৫টি ঘোড়া অংশ নেয়। এতে “এ” গ্রুপে প্রথম হয়েছে নীলফামারীর ডোমারের কাফী বানিয়া, দ্বিতীয় নীলফামারীর মো. বেলাল হোসেন এবং তৃতীয় পঞ্চগড়ের বোদা উপজেলার মো. রিপন। “বি” গ্রুপে প্রথম হয়েছে নীলফামারী সোনারায় ইউনিয়নের বাবু ডাক্তার এবং দ্বিতীয় মো. বেলাল। আর “সি” গ্রুপে প্রথম হয়েছে নীলফামারীর সোনারায় ইউনিয়নের বাবু ডাক্তার, দ্বিতীয় পঞ্চগড়ের বোদা উপজেলার মো. মামুন এবং তৃতীয় নীলফামারীর ডোমারের মো. আব্দুর রাজ্জাক।
ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা স্বচক্ষে দেখতে দুপুরের পর থেকে সৈয়দপুর উপজেলা ছাড়াও আশেপাশের জেলা ও উপজেলা দূর-দূরান্ত থেকে নানা বয়সী নারী পুরুষ বোতলাগাড়ীর কাজীপাড়া দোলা মাঠে আসতে থাকেন। এক পর্যায়ে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে সেখানে। ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে আসা মানুষজনের ভীড় সামলাতে আয়োজক কমিটিকে চরম বেগ পেতে হয়। প্রতিযোগিতা শেষে তিনজনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার হিসেবে চার হাজার, তিন হাজার ও দুই হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া সমাজসেবক আবু বক্কর সিদ্দিক।বোতলাগাড়ী ইসলামী জাগরণ কমিটি আহবায়ক ও চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম কাজী ওরফে ঘোড়াওয়ালা হুজুর বলেন, মহান বিজয় মাস উপলক্ষে এবং ৫ই আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থান স্মরণে ও ইংরেজি নববর্ষের শুভেচ্ছান্তে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া ঘৌড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।