প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২৫ ১৩:০৩

এবার কলেজের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

অনলাইন ডেস্ক
এবার কলেজের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে বীরের বেশে’- এমন একটি লেখা প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কলেজের ছয়তলা ভবনের ডিজিটাল স্ক্রিনে লেখাটি ভেসে উঠে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন উপজেলা যুবদল, ছাত্রদল, পৌর যুবদল, ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ বিষয়ে জানতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন নাহার লিনাকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে রাতেই কলেজে গিয়েছিলাম। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রিয়াদ বলেন, ‘‘ঘটনার পরপরই ডিজিটাল স্ক্রিনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, ডিজিটাল স্ক্রিন পরিচালনার দায়িত্বে থাকা দুই অপারেটরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’’

এর আগে, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’- এমন একটি লেখা প্রকাশিত হয়েছে বলে অভিযোগ উঠে।

উপরে