দক্ষিন এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান
নেপালে ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দক্ষিন এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ টুর্নামেন্টে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জনকারী সৈয়দপুর দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সৈয়দপুর দলের প্রধান পৃষ্ঠপোষক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. নুর-ই-আলম সিদ্দিকীর পক্ষ থেকে ওই সংবর্ধনা দেয়া হয়
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর পৌর প্রশাসকের কার্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও দলের ম্যানেজার মো. শওকত হায়াত শাহ সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দলের কোচ মো. শাকিল ও সাংবাদিক মমিন আজাদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আওরঙ্গজেব, দলের কর্মকর্তা তোফায়েল মো. আজম, অধিনায়ক মোহাম্মদ কায়ছারসহ খেলোয়াড় ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪-২০২৫ মৌসুমের নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপ টূর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশনের একটি দল। নেপালের পোখারা শহরের রংশালা স্টেডিয়ামে ওই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় গত ২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে চলতি ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত। দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট ফেডারেশনের অন্তর্ভুক্ত দেশ রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটান।
এ টুর্নামেন্টে বাংলাদেশ টেনিস বল ক্রিকেট ফেডারেশন দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ক্রিকেট সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক মো. নুর-ই- আলম সিদ্দিকী। এর আগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সৈয়দপুরের দলটি পর পর তিনবার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।