প্রকাশিত : ৫ জানুয়ারী, ২০২৫ ২০:৪১

সাপাহারে প্রকৌশলীর কার্যালয়ে বিক্ষুব্ধ কৃষক জনতা তালা লাগিয়ে বিক্ষোভ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে প্রকৌশলীর কার্যালয়ে বিক্ষুব্ধ কৃষক জনতা তালা লাগিয়ে বিক্ষোভ

নওগাঁর সাপাহার উপজেলায় বিএমডিএ এর গভীর নলকুপ ও এলএলপি অপারেটর নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষুব্ধ কৃষক জনতা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে অফিসে তালা লাগিয়ে মানববন্ধন করেছেন।

রোববার দুপুর ১২টায় উপজেলা বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ সহকারী প্রকৌশলীর কার্যালয় উপজেলার বিক্ষুব্ধ কৃষক জনতা অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে অফিসে তালা লাগিয়ে মানববন্ধন করেন।

জানা গেছে, উপজলোর ৩২৩টি ডিপ টিউবয়েল ও ৭২টি এলএলপি সহ মোট ৩৯৫টি টিউবয়েলের অপারেটর নিয়োগ গত বৃহস্পতিার (১৯ ডিসেম্বর ২০২৪ইং) বিএমডিএ এর গভীর নলকুপ ও এলএলপি অপারেটর নিয়োগ পরিক্ষা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং গত বৃহস্পতিার (২ জানুয়ারি ২০২৫ইং) বেলা ১১টায় নোটিশ বোর্ডে এর ফলাফল প্রকাশ করে নিয়োগ প্রদান করা হয়।

এসময় বিক্ষুব্ধ কৃষক মো: জালাল উদ্দীন, মতিউর রহমান,কামরুজ্জামান,বাবুল আকতার ও মোশারফ করিম জানান-
অবৈধভাবে টাকার বিনিময়ে বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুর রব ও হিসাব রক্ষক রেখা রানী সাহা আওয়ামীলীগর সমর্থিত ব্যাক্তিদের অপারেটর নিয়োগ প্রদান করেন।

বিক্ষুব্ধ কৃষক জনতা উর্দ্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করে বলেনঅবিলম্বে উক্ত দোষী কর্মকর্তাদের পদত্যাগ এবং সুষ্ঠভাবে অপারেটর নিয়োগ দিতে হবে তা না হলে আমরা আবারো অফিস ঘেরাও করবো বলে হুসিয়ারী প্রদান করেন ।

এসময় বিএমডিএ কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম অফিসে না থাকায় ০১৭৫৬ ২৬৫ ৫৫৬ এই নাম্বারে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

উপরে