প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৫ ১৩:৪২

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দয়াল দাস (২৮)। তিনি দুর্ঘটনাকবলিত পিকআপের চালক ছিলেন। আহতরা হলেন- ট্রাকচালক আশিকুর ও তার সহকারী আরিফ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে যশোরগামী মুরগি পরিবহনকারী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে আহত হন তিন জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দয়াল দাস।

তুলরামপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আহমেদ বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

উপরে