প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২৫ ২২:২০

কাহালু বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম এর নামাজে জানাযা সম্পন্ন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালু বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল হালিম এর নামাজে জানাযা সম্পন্ন

সোমবার বাদ জোহর বগুড়ার কাহালু সাব-রেজিষ্ট্রি অফিস চত্বরে কাহালু বাজারের মৎস্য ব্যবসায়ী ও পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মৃত শাহজাহান আলীর পুত্র আব্দুল হালিমের নামাজে জানাযা সম্পন্ন হয়।

উক্ত নামাজে জানাযায় উপস্থিত ছিলেন কাহালু বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শহিদুল আলম (ডাবলু), কাহালু আদর্শ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হাকিম, সহকারি অধ্যাপক রায়হানুল ইসলাম, কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর ফেরদৌস আলম, সাবেক কাউন্সিলর আলহাজ্ব জাহেদুর রহমান, সাবেক কাউন্সিলর এস এম মোজাম্মেল হক মোজাম, কাহালু উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল গালিব, রেডরোজ কেজি স্কুলের অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, গ্রীন ভিউ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাহালু বাজারের মৎস্য আড়ৎ এর প্রোপ্রাইটর মাহবুবুর রহমান আকন্দ, মৎস্য আড়ৎ এর প্রোপ্রাইটর আব্দুল রাজ্জাক, মৎস্য আড়ৎ এর প্রোপ্রাইটর আজিজুল মুন্সি, জয়সারা জামে মসজিদের ইমাম হাফেজ রাশেদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মরহুমের আত্নীয় স্বজন ও
ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থনে দফন করা হয়।

উল্লেখ্য যে, আব্দুল হালিম সোমবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না-----রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

উপরে