শীতবস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব: রেজাউল করিম বাদশা

তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা বাতাসে দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিনাতিপাত করছে উল্লেখ করে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তারা দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। বিএনপি সব সময় এ দেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব-সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতকস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব এবং তারেক রহমানের পক্ষ থেকে উপহার। তাই হৃদয়ে মানবতাবোধকে জাগ্রত করে
সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।’
মঙ্গলবার বিকেলে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন।
সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাহাদৎ হোসেন, বগুড়া জেলা মহিলাদরে সাধারন সম্পাদক নাজমা আকতার, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, বিএনপিনেতা
ছামছুল আলম মন্ডল, ফেরদৌস আলম পিলু, রাজিবুল করিম রাফি, রশিদুল ইসলাম মৃধা, আইয়ুব খান, আকমল হোসেন সজল, মোফাজ্জল হোসেন মানিক, হাসান জাহিদ হেলাল, আল আমীন পেস্তা, কামাল হোসেন, মাহবুবুর রহমান দুলাল, বক্কর মাষ্টার, এবিএম সিদ্দিক, এবিএম মিলন, ডাঃ বুলুসহ ১১টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।