প্রতিটি মাহফিলে বক্তাদের কোরআন ও হাদীসের আলোকে কথা বলা উচিত

কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, প্রতিটি তাফসীরুল কোরআন মাহফিলে বক্তাদের কোরআন ও হাদীসের আলোকে কথা বলা উচিত। কোন বক্তা যদি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত থাকেন তাহলে কোন তাফসীরুল কোরআন মাহফিলে দলীয় আলোচনা না করে দলীয় সভা সমাবেশে দলীয় কথা বলা উচিত।
তিনি আরও বলেন, ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলামী জ্ঞান অর্জন করে তা আমাদেরকে আমল করতে হবে। মহান আল্লাহ তায়ালাকে রাজি খুশি করতে আমাদেরকে এবাদত বন্দিগীতে মসগুল হতে হবে।
সোমবার রাতে বগুড়ার কাহালু উপজেলার কালাই চকনজিব গ্রামবাসীর উদ্যোগে ১ম তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন চশনজিব কেন্দ্রীয় জামে মসজিদের
খতিব হাফেজ মাওঃ মো. মামুনুর রশিদ।
তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মুফাসসীরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওঃ গোলাম রব্বানী যুক্তিবাদী (গাইবান্ধা)। তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, বিএনপিনেতা জিল্লুর রহমান খান মিন্টু, ইদ্রিস আলী, এ কে এম রায়হান, আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন প্রমূখ।