সৈয়দপুরে নারী ভোটারের চেয়ে ১৭৪৯ জন পুরুষ ভোটার বেশি

বাংলাদেশ নির্বাচন কমিশনার গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন। প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী এবারে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নারী ভোটারের চেয়ে ১ হাজার ৭৪৯জন পুরুষ ভোটার বেশি রয়েছে।
বর্তমানে সৈয়দপুর উপজেলা মোট ভোটারের সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪৫জন। এদের মধ্যে নারী ভোটার এ লাখ নয় হাজার ৪৯৬জন, পুরুষ ভোটার এক লাখ ১১ হাজার ২৪৫ জন এবং হিজড়া ভোটার চার জন। এবারে নতুন ভোটার হয়েছে দুই হাজার ৭৭৭জন। তন্মধ্যে পুরুণ ভোটার এক হাজার ৫১২ এবং মহিলা ভোটার এক হাজার ২৬৫জন। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চলতি (২০২৫ সাল) বছরের গত ২ জানুয়ারি প্রকাশিত খড়সা ভোটার তালিকা অনুযায়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোট সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪১জন। যা আগে ছিল দুই লাখ ১৭ হাজার ৯৬৮জন। এবারে নতুন ভোটার হয়েছে দুই হাজার ৭৭৭জন।
খসড়া ভোটার তালিকা অনুযায়ী সৈয়দপুর পৌরসভায় নতুন ভোটার সংখ্যা এক হাজার ১৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬শ’ জন এবং মহিলা ভোটার ৫৫৬জন। আর এ উপজেলায় ইউনিয়নওয়ারী নতুন ভোটার হয়েছে এক নম্বর কামারপুকুর ইউনিয়নে ২৮৭ জন। এদের মধ্যে পুরুষ ১৪৫ জন এবং মহিলা ১৪২ জন। দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে নতুন ভোটার হয়েছে ৩৪৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২০৬ জন এবং মহিলা ভোটার ১৩৮ জন। তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নেনতুন মোট হয়েছে ২৩২ জন। এদের মধ্যে পুরুষ ১৩৭ জন এবং মহিলা ৯৫ জন। চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে নতুন ভোটার হয়েছে ৫৫৪ জন । ্ধসঢ়;এর মধ্যে পুরুষ ৩০২ জন এবং মহিলা ভোটার ২৫২ জন এবং পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নে নতুন ভোটার হয়েছে ২০৪জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১২২জন এবং মহিলা ভোটার ৮২জন। এ সব মিলিয়ে সৈয়দপুর উপজেলায় পুরুষ এক হাজার ৫১২ জন এবং মহিলা এক হাজার ২৬৫জন নতুন ভোটার বেড়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার জানান, খসড়া ভোটার তালিকা অনুযায়ী উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ২০ হাজার ৭৪৫জন। এবার ভোটার বেড়েছে (নতুন করে হয়েছে) দুই হাজার ৭৭জন।