সৈয়দপুরে দুই জন শিক্ষা কর্মকর্তার বদলিজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শহরের বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লক্ষণপুর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আমিনুর রহমান বিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহফুজার রহমান। এতে বিদায়ী অতিথি সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা, প্রধান শিক্ষক
মেহেতাব উল সহিদ, মো. ইলিয়াস, রুখসানা প্রধান, মো. মমিনুর রহমান খান, শেখ শহীদুল হক, ওমর ফারুক, শিউলি সুলতানা, একেএম শফিউল আলম, মোস্তাফিজুর রহমান বাদল, সাজ্জাত হোসেন ও আব্দুল মালেক প্রমুখ।
শেষে সৈয়দপুর উপজেলা শিক্ষক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে বিদায়ীদের অতিথিদের সম্মাননা ক্রেস্ট এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকারকে দিনাজপুর সদর উপজেলায় এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহানকে সম্প্রতি রংপুরের তারাগঞ্জ উপজেলায় বদলী করা হয়েছে।