প্রকাশিত : ৮ জানুয়ারী, ২০২৫ ২১:০৯

সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আ,ফ,ম জাহাঙ্গীরের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আ,ফ,ম জাহাঙ্গীরের ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আ ফ ম জাহাঙ্গীর উচ্চ রক্তচাপজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ভাই দুই বোন,অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু- বান্ধব, শুভাকাক্সক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের পর দিন গত মঙ্গলবার(৭ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দারুল উলুম মাদ্রাসা মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর বাদ যোহর নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ বালাপাড়া পাটোয়ারীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শেষে মরহুমকে ডিমলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ বালাপাড়া পাটোয়ারীপাড়া মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয়।

উল্লেখ্য,মরহুম আ,ফ, ম জাহাঙ্গীর ছিলেন ঐতিহ্যবাহী সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম নাসিম উদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শরীফা মমতাজ এর মেজো ভাই। তাঁর মৃত্যুতে ঐতিহ্যবাহী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম,আ শামীম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, দৈনিক আলাপন সম্পাদক আমিনুল হক, বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জামাল উদ্দিন শাহ্ধসঢ়;, ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাহাবাত আলী সাব্বু, সাংবাদিক কাজী জাহিদ, মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

উপরে