কৃষকনেতা মুন্নাফ মুন্সীর মৃত্যুতে বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সদস্য, শেরপুর উপজেলা ভবানীপুর ইউনিয়ন কমিটির সভাপতি মুন্নাফ মুন্সী আজ ৯জানুয়ারী-২৫, বৃহস্পতিবার সকাল ১০টায় নিজবাসভবণে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেন।
কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সহ-সভাপতি এ্যাড নারায়ণ চাকী, এ্যাড লুৎফর রহমান, হুমায়ন কবির, ফিরোজ আকতার পলাশ, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, জেলা কমিটির সদস্য শাহনিওয়াজ কবির খান পাপ্পু, সজল, দেবু, দুলা, টুটুল, সোহান, সাগর।
শেরপুর উপজেলা কমিটির সভাপতি বীরেন মাহাতো, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কৃষ্ণ মাহাতো, স্বাধীন কুন্ডু, অপেলা রানী, গণি মন্ডল, সহ বগুড়ার কৃষক সমিতির সকল নেতাকর্মী।