পার্বতীপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ) বিকালে বেলাইচন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন মনপুরা ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
বেলাইচন্ডি ইয়ং সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সাদো।
পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপি'র বৈদেশিক কল্যাণ সম্পাদক ও বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানিফ উদ্দিন প্রামানিক।
খেলায় মুখোমুখি হয় কিশোর ফুটবল একাডেমী রাজশাহী বনাম সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ। ২-০ গোলে কিশোর ফুটবল একাডেমী রাজশাহীকে পরাজিত করে বিজয়ী হোন সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাব সিরাজগঞ্জ।খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হোন সবুজ সংঘ ইয়ং স্টার ক্লাবের মাইনুল ইসলাম।
খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগমে পুরো মাঠ ভরে যায়। খেলার সার্বিক ধারা বর্ণনায় ছিলেন, স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান ও বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার তাইফুল ইসলাম তপু। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন আজিজুল হক তুষার ও তার সহকারী দু'জন ছিলেন, ফজলুল হক ও ইমামুল হক।