ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১২ জানুয়ারী সকাল ৬টায় ঘোড়াঘাট উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু মিয়ার ছেলে মিজানুর রহমান (৪০) সে তার ভ্যান নিয়ে ভাড়া খাটার জন্যে রাণীগঞ্জ বাজারে আসে। ওই সময় বগুড়া-দিনাজপুর মহাসড়কে ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ী নামক স্থানে দিনাজপুর দিক থেকে বগুড়াগামী দ্রুত এক মাইক্রোবাস তার ভ্যানের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয় লোকজন মিজানুর রহমানকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।