নন্দীগ্রামে উপজেলা পরিষদের সামনে স্টেশনারী দোকানে চুরি
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা পরিষদের সামনে মেসার্স প্রগতি প্রসাধনী এন্ড স্টেশনারী দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার রাতের যেকোন এসময়ে এ চুরির ঘটনাটি ঘটে। চুরির ঘটনায় রবিবার সকালে ওই দোকান মালিক নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন।
মেসার্স প্রগতি প্রসাধনী এন্ড স্টেশনারী দোকানের মালিক বিজয় কুমার সরকার বলেন, শনিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন অর্থাৎ রবিবার (১২ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে দোকানের শাটারের তালা খুলে ভিতরে প্রবেশ করে দেখি দোকানের মালামাল এলোমেলো হয়ে আছে। পরে উপর দিকে তাকিয়ে দেখি টিনের চালেড় (ছাউনি) কাটা।
তিনি আরো বলেন, গভীর রাতে কেবা কাহারা আমার দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সিগারেট ও কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এর আগেও একই কায়দায় আমার দোকানে চুরির ঘটনা ঘটেছিলো। আমি দোকান চুরির ঘটনা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, দোকান চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার করার চেষ্টা চলছে।