কাহালুর মুরইল ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল আর নেই

রোববার বেলা ২.৩০ মিনিটে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাহালুর মুরইল ইউপি চেয়ারম্যান মাওঃ আব্দুল জলিল মারা যান। (ইন্না------রাজেউন)। তিনি কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
আব্দুল জলিল মুরইল যাত্রাশুল সুবইল গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। তিনি ইউপি চেয়ারম্যানের পাশাপাশি মুরইল সিনিয়র আলিম মাদ্রাসা শিক্ষক ছিলেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরইল ইউনিয়ন শাখার নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অনেক আত্নীয় স্বজন রেখে গেছেন।