পোরশায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় এই স্লোগানের আলোকে নওগাঁর পোরশায় ২দিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকদের দেওয়া স্টল ঘুরে দেখেন ইউএনও আরিফ আদনান।
এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনূর রশিদ, প্রাণীসম্পদ কর্মকর্তা হুমায়ন কবির, থানা অফিসার ইনচার্জ শাহীন রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।