কবি নজরুলের নাম গেজেটে অন্তর্ভুক্ত করায় কৃতজ্ঞতা সভা
দীর্ঘদিনের জন আকাঙ্খা পুরণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম বাংলাদেশের গেজেটে অন্তর্ভুক্ত করায় বগুড়ায় কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বগুড়া শহরের স্থানীয় একটি মোটেলে নজরুল চর্চা চেতনা কেন্দ্র এ আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মহসিন আলী রাজু। সাংবাদিক এইচ আলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিটিভির তালিকাভূক্ত কণ্ঠশিল্পী জাহাঙ্গীর মাহমুদ, কবি ও প্রকাশক মাহফুল আক্তার জাহান, বিশিষ্ট সংষ্কৃতজন গোলাম সাকলায়েন বিটুল, সিনিয়র সাংবাদিক আব্দুর রহমান টুলু, কবি ও সংগঠক বাবু বসুধা, ছড়াকার আমির খসরু সেলিম, ফাতেমা ইয়াসমিন, মামুনুর রশীদ মামুন, মীর্জা দুলাল, খালেদ সিদ্দিকী, সোলায়মান আলী, মার্জান আহাদ, আব্দুল্লাহ আল মামুন, সোহেল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদ তালুকদার রানা।
সভায় বক্তারা বলেন, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের নাম বাংলাদেশের গেজেটে অন্তর্ভুক্ত করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুসসহ উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।