পার্বতীপুরে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও তারুণ্য মেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ' ২০২৫ ও দুই দিন ব্যাপী বিজ্ঞান মেলা,৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং তারুণ্য মেলা'র আয়োজন করে পার্বতীপুর উপজেলা প্রশাসন। পার্বতীপুর বাস টার্মিনেল এলাকায় ১৪ ও ১৫ জানুয়ারি এই মেলা অনুষ্ঠিত হয়।
১৪ জানুয়ারী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়ে তাদের উদ্ভাবিত প্রযুক্তি সমূহ প্রদর্শন করে। ১৫ জানুয়ারী মেলার সমাপনী দিনে পার্বতীপুর উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তানবৃন্দ স্হানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন এবং তারুণ্য মেলা ও বিজ্ঞান মেলায় অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।