সৈয়দপুর উদীচী শিল্পী গোষ্ঠীর উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মতর্ূূজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শেখ রোবায়েতুর রহমান রোবায়েতের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কুমার অপু বিশ^াস।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী তুষার কান্তি রায়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উপদেষ্টা ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম, জাসদ (ইনু) সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. আজিজুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা ওবায়দুর রহমান, উদীচীর সভাপতি জান্নাতুল ইসলাম কবির, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু প্রমুখ।
পরে উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট সঙ্গীতশিল্পী রোবায়েতুর রহমানের নেতৃত্বে উদীচীর শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রেলওয়ে মর্তূজা মিলনায়তন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মর্র্তূজা মিলনায়তনে এসে শেষ হয়। সবশেষে উদীচীর সৈয়দপুর শাখার কোষাধ্যক্ষ শরীফ মৃধার নেতৃত্বে বাউল গানের আসর
পরিবেশিত হয়েছে।
এছাড়াও উদীচী শাখা সম্মেলন উপলক্ষে উদীচীর তিনজন প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, কাজী আবুল হাসনাত, মোসলেমা সামাদ ও আব্দুল কুদ্দুস। সম্মাননাপ্রাপ্তদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। সবশেষে সম্মেলনে জান্নাতুল ইসলাম কবির ও কুমার অপু বিশ^াসকে পুনরায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।