বগুড়ায় মাদ্রাসার ছাত্রদের শীতবস্ত্র দিলেন ভিপি সাইফুল

বগুড়ায় দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার কুরআনের পাখিদের শীতবস্ত্র, টুপি, আতর, খেঁজুর, ম্যাসোয়াক ও চকলেটসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌরসভার ২নং ওয়ার্ডেল বৃন্দবন পশ্চিপাড়ায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম এসব বিতরণ করেন।
বিতরণকালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীর্তাত মানুষের পাশে দাঁড়ানো নির্দেশ আমরা জেলার বিভিন্ন এলাকায় যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজ কুরআনের পাখিদের মাঝে বিভিন্ন উপহার তুলে দিচ্ছি। আপনারা আমাদের দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ্য হয়ে দেশে ফিরেন। বগুড়ার মানুষ বিএনপিকে ভালোবাসেন। তাই বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন সম্ভব নয়। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা সাইমুম ইসলাম, জহিরুল ইসলাম পলাশ, ১৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রাঙ্গা, রেজ্জাকুল হায়দার রুনু, ওয়াহেদুর রহমান, ছাত্র নেতা শোয়েব ইসলাম অভি, সৈয়দ নাহিদ, আরেফিন খালিদ, ছোয়াদ মোস্তাক, রুকু, নিরব, রকি, রিফা প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন দারুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মাদ উল্লাহ। পরে কুরআনের পাখিদের দুপুরের খাবার খাওয়ানো হয়। এর আগে মুফতি মোহাম্মাদ উল্লাহ এর নিকট জায়নামাজ তুলে দেন ভিপি সাইফুল ইসলাম।