কাহালুর দূর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সামাদের স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার বাদ এশা বগুড়ার কাহালুর দূর্গাপুর বাজারে দূর্গাপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আব্দুস সামাদের স্বরণ সভা ও তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া এক মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রশিদ। উক্ত স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু,সিনিয়র সহ- সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহজাহান আলী সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, বিএনপিনেতা মাওঃ আবু বক্কর, দূর্গাপুর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, যুবদলনেতা ইসরাফিল, শিমুল, জামিল, সোহাগ, সুলতান, কৃষকদলনেতা রফিকুল ইসলাম প্রমূখ।