প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫ ২৩:০৩

কাহালুতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসনের আয়োজনে দেশ বদলাই, পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব/২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।

কর্মশালায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা নুর নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাশরুবা আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাহিদ, অফিস সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মিল্লাত হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা, নুরুল ইসলাম শেখ, কোটা আন্দোলনে আহত হেলালুর রহমান হেলাল, কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রউফ, শিক্ষার্থী নাভিদুল হক, কাহালু সরকারী কলেজের শিক্ষার্থী শিফাউর রহমান, তাইরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়া প্রমূখ। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষাথীবৃন্দ।

উপরে