প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫ ২৩:০৯

সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসেন। সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকারের সভাপতিত্বে এতে নীলফামারী অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. সেকেন্দার আলী ও সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. মাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল কুদ্দুস সরকার প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার হিসেবে সরকারি ও বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের নিয়োগ করা হয়েছে। এবারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ এর কার্যক্রমে ৯০ জন তথ্যসংগ্রহকারী ও ২০জন সুপারভাইজার প্রশিক্ষণ নিয়োগ দেয়া হয়। নিয়োগকৃত ওই সব তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহন করেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২০ জানুয়ারি থেকে তথ্য সংগ্রহকারীগণ বাড়ি বাড়ি গিয়ে
ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ করবেন। এ ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

উপরে