পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনান।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার হুমায়ন কবির, প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।