পঞ্চগড়ে পঞ্চরূপের উদ্যোগে কম্বল বিতরণ

পঞ্চগড়ের অসহায় দরিদ্র শীতার্তদের হাতে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়াম চত্তরে বেসরকারী সেচ্ছাসেবী সংগঠন পঞ্চরূপের উদ্যোগে অর্ধ শতাধিক দরিদ্র অসহায় এবং নদী পাড়ের শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
আরটিভির পঞ্চগড় প্রতিনিধি মো. হারুন অর রশিদ উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় সংগঠনটির সভাপতি বদরুদ্দোজা প্রধান, সাধারন সম্পাদক লাদিব আলম, সহ-সাধারন সম্পাদক এহসান রহমান ইরশানসহ
সংগঠনের সদস্যরা উপস্থিত ছিল। সদর উপজেলা বিশমনি এলাকার ফমিলা বেগম (৫০) কম্বল পেয়ে বলেন, আজ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো সংগঠনটির সভাপতি বদরুদ্দৌজা প্রধান বলেন, পঞ্চরূপের সদস্যরা সব সময় সেবার ব্রত নিয়ে পঞ্চগড়ে সামাজিক সাংস্কৃতিক এবং সেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পঞ্চগড়ের একটি বিরাট জনগোষ্টি দরিদ্র । শীতকাল এলেই তাদের শীত বস্ত্রের অভাবে বিড়ম্বনায় পড়তে হয় । আমরা নিজেদের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগীতায় কম্বল বিতরন করছি। এর আগে আমরা কলেজ পড়ুয়া ছাত্র মিজানুর রহমানের কিডনি রোগের চিকিৎসায়ও আর্থিক সহযোগিতা করেছিলাম। আগামিতেও আমরা পঞ্চগড়ের মানুষের কল্যানে কাজ করতে চাই।