হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

২৩ জানুয়ারি বিশ্ব হাতের লেখা দিবস উপলক্ষে হাতের সুন্দর লেখা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ফিরোজ হ্যান্ডরাইটিং একাডেমি পঞ্চগড় এ পুরস্কার বিতরণীর আয়োজন করে।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফিরোজ হ্যান্ডরাইটিং একাডেমি পঞ্চগড় এর পরিচালক ফিরোজ প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন হান্নান শেখ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন শহীদ পুলিশ স্মৃতি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো হায়দার আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পঞ্চগড় নার্সিং ইন্সটিটিউট এর নার্সিং ইন্সট্রাক্টর দেলোয়ারা বেগম,মেনকা রাণী প্রমুখ। বক্তব্য শেষে অতিথিবৃন্দ ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।