প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫ ২৩:২৪

নন্দীগ্রামে পৃথক পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
নন্দীগ্রামে পৃথক পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে পৃথক পৃথক অভিযানে ৩টি মুদি দোকানে ও এক হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় তোতা মিয়ার মুদি দোকানে ২ হাজার, শামীম হোসেনের মুদি দোকানে ১ হাজার, এবং আব্দুস সাত্তারের মিষ্টির দোকানে ২ হাজারসহ মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. লায়লা আঞ্জুমান বানু। 

অপরদিকে একইদিনে দুপুর ১২টায় সদর ইউনিয়নের রনবাঘা বাজারে জিয়া হোটেলে এ মনিটরিং করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় জিয়া হোটেলের ম্যানেজার মো: দুলাল হোসেন (২৮) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যামান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় প্রসিকিটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই মো: আমির আলী।

উপরে