সৈয়দপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে তারুণ্যের উৎসব উদ্ধসঢ়;যাপন উপলক্ষে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পৌর কমিউনিটি সেন্টারে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উপজেলা প্রশাসন “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ওই কর্মশালার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু।
সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরন্নাহার শাহজাদী, উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনি রানা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আবু জাফর প্রমুখ। এই কর্মশালায় সৈয়দপুর উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।
এতে শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ প্রথম স্থান, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ দ্বিতীয় এবং সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ তৃতীয় স্থান লাভ করেছে।
কর্মশালায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শেষে বিজয়ী দলের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।