পঞ্চগড়ে জেলা প্রশাসনের আয়োজনে বিনামুল্যে চক্ষু শিবির

পঞ্চগড়ে মাসব্যাপি বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে তারুণ্য উৎসবে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এসময় বিনামুল্যে প্রাথমিক ও
ঔষুধপত্রও দেয়া হয়। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। জার্মানির আন্ধেরী হিলফে বন নামের
একটি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহায়তায় দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতাল এ
চক্ষুশিবিরে চিকিৎসা সেবা দিচ্ছেন। চক্ষু শিবির সূত্রে জানা গেছে,ডাক্তার রায়হান কবিরের নেতৃত্বে ৮
সদস্য বিশিষ্ট টিম দিন ব্যাপী এ চক্ষু শিবিরে কাজ করছে।
দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার হামিদুর রহমান বলেন, ৫ শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে এবং আমরা ৭০ জন ছানি রোগী অপারেশনের জন্য বাছাই করেছি।
যে সমস্ত রোগী বাছাই করা হয়েছে সেগুলোকে দিনাজপুর গাওসুল আজম বিএনএসবি আই হাসপাতালে নিয়ে
যাওয়া হবে এবং সেসব রোগীর অপারেশন,থাকা, খাওয়া সব বিনামূল্যে করা হবে।
জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বক্তব্য দেন পুলিশ সুপার
মিজানুর রহমান মুনসী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান,
সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়,
জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে
ইসলামীর জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে
রাব্বি, স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব প্রমুখ ।