প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫ ২০:৫৭

পঞ্চগড়ে বিতর্ক উৎসব

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে বিতর্ক উৎসব

পঞ্চগড়ে বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসো দেশ বদলাই পৃথিবীব বদলাই-স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার
লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বুধবার (২২ জানুয়ারি) সকালে পঞ্চগড় স্টেডিয়াম মাঠে এ উৎস অনুষ্ঠিত হয়।

এভারেস্ট ফার্মাসিটিউক্যালস্ লিঃ এর সহযোগিতায় বিপিয়ান গ্রুপ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড় ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির বাস্তবায়নে জেলা প্রশাসন এ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৮টি ও কলেজ পর্যায়ে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন পঞ্চগড় ও কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ‍্যালয়, তেতুলিয়া। কলেজ পর্যায়ে ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজ ও বোদা সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজ।

বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেট সোসাইটির সদস্যবৃন্দ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লে. কর্নেল ইউসুফ ২৯ বীর, ১৮ বিজিবির অধিনায়ক লে . কর্নেল মনিরুল ইসলাম পঞ্চগড়, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন,পঞ্চগড় জেলা ও দায়রা জর্জ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) এ্যাড. আদম সুফি প্রমুখ।

উপরে