পোরশায় কৃষকদের বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় কৃষকদের বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার উপজেলার দানিপুকুর সাধুপৌল নিম্ন
মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী উক্ত প্রশিক্ষণের আয়োজন করে খ্রীস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন
বাংলাদেশ(সিসিডিবি)।
সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের সকল ধরনের ফসলের বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ডিএম রাশেদ ও উপসহকারি কৃষি অফিসার আকমাল হোসেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী ৩০জন কৃষকদের মাঝে বীজ সংরক্ষণের উপকরণ বিতরণ করা হয়। এসময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও
সিসিডিবি’র সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।