কাহালুতে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদ বিতরণ
বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পর্যায়ে ২০২৪-২৫ অর্থ বছরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ১ম. ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব মুহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের উপ- পরিচালকের প্রতিনিধি হিসাব রক্ষক মো. আজাহার আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি মো. আব্দুল মতিন, ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলা রিসোর্স কাম সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী, শিক্ষক হেদায়েতুল্লাহ সহ ৩ টি হাফেজিয়া ও কওমি মাদ্ধসঢ়;রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।