প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫ ২১:০৪

পার্বতীপুর সমিতি ঢাকা'র প্রস্তুতি সভা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর সমিতি ঢাকা'র প্রস্তুতি সভা

পার্বতীপুর সমিতি, ঢাকা’র বার্ষিক বনভোজন-২০২৫  উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় ঢাকা মহানগরীর মোহাম্মদপুরে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৪ জানুয়ারি রোজ শুক্রবার গাজীপুরের মৌচাকে ‘গুল বাগিচা পিকনিক স্পট এন্ড সুইমিং’ রির্সোটে সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে।

‘যেখানেই থাকি থাকুক হৃদয়ে পার্বতীপুর, যতদিন বাঁচি বাঁচুক প্রাণে পার্বতীপুর’এই প্রতিপাদ্য কে সামনে রেখে ১৯৯৭  সালে ঢাকাস্থ পার্বতীপুরের এক ঝাক নবীন ও প্রবীনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় পার্বতীপুর সমিতি, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে এই সমিতির সদস্যরা ঢাকা মহানগরীর সহ এর আশেপাশে বসবাসরত পার্বতীপুরের তরুণদের  সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে। ঢাকায় বসবাসরত পার্বতীপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোদ স্থাপনের লক্ষ্যে প্রতিবছর এ সমিতি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন  করে। এরই ধারাবাহিগতায় ২০২৫ সালের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়েছে। বনভোজন কে সফল ও আনন্দময় করতে অনুষ্ঠিত হয়েছে পূর্ব প্রস্তুতি সভা। এই সভায় সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পার্বতীপুর সমিতি ঢাকার বার্ষিক বনভোজনে সমিতির সকল সদস্যকে যথা সময়ে যথা স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই সাথে বনভোজন বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন এর ০১৯১৪৮৭৪৬৫০ এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
 

উপরে