প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৫ ২১:৪৬

নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদ জানিয়ে বিবৃতি

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিবাদ জানিয়ে বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়ার নন্দীগ্রাম পৌর যুব জামায়াতের সভাপতি মো: রাকিব হাসানের বিরুদ্ধে স্যোসাল মিডিয়ায় মিথ্যা  অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামী নন্দীগ্রাম পৌর শহর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম পৌর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ আব্দুল আলীম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সোশাল মিডিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের পৌর সভাপতি মোঃ রাকিব হাসানের একটি ভিডিও প্রচার করা হচ্ছে যাহা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।এ ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য হলো "স্বৈরাচার আওয়ামী লীগের পেটুয়া পুলিশ বাহিনী কর্তৃক ২০১৬ সালে বাসস্ট্যান্ড থেকে অসংখ্য লোকের মধ্য গ্রেফতার করে, চরমভাবে নির্যাতন ক্রোসফায়ারের ভয় দেখিয়ে স্বীকার উক্তি আদায় করে তৎকালীন পৌর শিবিরের সভাপতি মোঃ রাকিব হাসানের থেকে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ এনে ভিডিও ধারন করে তৎকালীন ওসি শামিম ইকবাল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার ঘৃণ্য উদ্দেশ্যে এতদিন পর এসব মিথ্যা ভিত্তিহীন ধারনকৃত ভিডিও সোশ্যাল মিডিয়াতে নতুন করে আবারো সামনে এনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুন্ন করার যারা ব্যর্থ চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শিবিরের সভাপতির বাসা থেকে বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। যা সয়তান ও বিশ্বাস করেনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় সভাপতি শামছুল আলম গোলাপকে গ্রেফতার নির্যাতন করে জোরপূর্বক আমিরে জামায়াতের নাম জড়িয়ে মিডিয়ার সামনে বলানোর চেষ্টা তারই অংশ মাত্র। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন একজন কর্মী এরকম ঘৃণ্য কাজের সাথে জড়িত নয়। সেটা দেশবাসীর কাছে প্রমানিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপরে