প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৮:২৭

সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির  উদ্যোগে শতাধিক শীতার্ত  অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
গত শুক্রবার (২৪ জানুয়ারি)  জুম্মার নামাজের পর স্থানীয় জামে মসজিদ পাশে পারিবারিক ঈদগাহ্ মাঠে ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে প্রধান হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মসজিদ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও বিশিষ্ট  সমাজসেবক মো. মশিউর রহমান (হেলাল)।
 
এ সময় অন্যান্যদের মধ্যে আরও  উপস্থিত ছিলেন  মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য মো. মহিউদ্দিন বেলাল  (বেলু), সাইফুল ইসলাম,  উদায়ন সংঘ স্পোর্টিং ক্লাবের সভাপতি  আনারুল ইসলাম,  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি  ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ফিরোজ আহমেদ প্রমুখ। 
 
 প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান হেলাল বলেন, চলতি শীত মৌসুমের মাঘ মাসের শীতে মানুষ জবুথবু হয়ে পড়েছে। আর প্রতি বছর আমরা মসজিদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে  ঈদগাহ মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করে আসছি। তাঁরই ধারাবাহিকতায়  আমাদের এই কম্বল কর্মসূচি। আগামীতেও আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু তাই নয়, এলাকার স্বার্থে যেকোনো সামাজিক এবং ধর্মীয় কাজের  আমাদের সার্বিক সাহায্য  সহযোগিতা চলমান থাকবে তিনি জানান।
উপরে