নন্দীগ্রামে জায়গা নিয়ে বিরোধের সংবাদ সম্মেলনে সাবেক এমপির বিরুদ্ধে মিথ্যাচার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কদমকুড়ি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হেলাল উদ্দিন গত ২২ জানুয়ারি তার ১২ শতক জায়গার মালিকানা নিয়ে বিরোধের কারনে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
এ সংবাদ সম্মেলনে সে তার লিখিত বক্তব্যে বলেন, প্রতিপক্ষরা তার জায়গার ঘর ভেঙেছে, গাছপালা কেটেছে ও আগুন দিয়েছে। এতে তার ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়। ওই সংবাদ সম্মেলনে বগুড়া- ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারসহ কয়েকজন বিএনপি নেতাকর্মীর নামে দোষারোপ করা হয়।
এবিষয়ে জানতে চাইলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হেলাল উদ্দিন ও তার দুই বোন বলেন, সাবেক এমপি মোশারফ হোসেন ও উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার হামলা ও আগুন লাগানোর সময় ছিল না। কিন্তু আমারা শুনেছি তাদের কথাতেই এই ঘটনা ঘটেছে। এজন্য সংবাদ সম্মেলনে তাদের নাম বলেছি।
বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, কদমকুড়ির মানুষ আমার প্রতিবেশী। শনিবার ২৫ জানুয়ারি বিকালে আমি কদমকুড়ি গিয়েছিলাম। ওই গ্রামের লোকজন ও হেলালের বোনদের সাথে আমার কথা হয়েছে। তারা সত্য কথা বলেছে। এ ঘটনায় আমি ও বিএনপির কেউ জড়িত নাই এটি তারা বলেছে। আসলে আমার ও বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য সাবেক দুই-একজন বিএনপির সুবিধাবাদী নেতা এই কাজগুলো করাচ্ছে।