পার্বতীপুরে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে ব্যক্তি উদ্যোগে শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করেছেন মোঃ একরামুল হক মন্ডল নামের এক ব্যক্তি।
রোববার (২৬ জানুয়ারী) রাতে পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় হরিপুরের মুন্সিপাড়া,তফুর পাড়া ও চান্দিনায় অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাঁদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
শীতের শুরু থেকেই ঘন কুয়াশা ও তীব্র শীতে কাতর পার্বতীপুর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড,পাড়া,মহল্লায় গিয়ে মানুষের মাঝে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন তিনি। তাঁর এই মহতি উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও পার্বতীপুর উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ একরামুল হক মন্ডল বলেন,নিজ উদ্যোগে এলাকার শীতার্ত দুঃস্থ ও অসহায় মানুষের সেবাদানের লক্ষ্যেই এ পর্যন্ত ৫ শতাধিক কম্বল বিতরণ করেছি এবং এই বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।