পার্বতীপুরে রেলওয়ে রানিং স্টাফদের ধর্মঘটে বন্ধ ট্রেন,যাত্রীদের ভোগান্তি

রেলওয়ে রানিং স্টাফদের পার্ট অফ পে রানিং এ্যালাউন্স যোগে পেনশন ও আনুতোষিক প্রদানের অর্থ মন্ত্রণালয়ের অসম্মতির আদেশ প্রত্যাহার এবং নিয়োগে বৈষম্য দূরীকরণের দাবিতে সারা দেশের মতো দিনাজপুরের পার্বতীপুরে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদের ব্যানারে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে সোমবার মধ্য রাত থেকে কর্মবিরতী শুরু হয়। সেখানে আন্দোলনরত ষ্টাফরা অভিযোগ করে বলেন,বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার তাদের অনিয়ম দুর্নীতি রেলওয়ে রানিং স্টাফদের ১৬০ বছর ধরে চলতে থাকা রানিং অ্যালাউন্স ২০২১ সালে কিছু ক্ষেত্রে বন্ধ কিছু ক্ষেত্রে খর্ব করে। পরবর্তীতে এ নিয়ে আন্দোলন হলে ২০২৪ সালে মৌখিক আদেশে চালু হয়। কিন্তু অদ্যবধি মন্ত্রণালয় কোন লিখিত আদেশ জারি করেনি। এতে করে তাদের এ্যালাউন্স নিয়ে যে কোনো সময় জটিলতা সৃষ্টি হতে পারে। এদিকে ২০২২ সালে যে সব রানিং স্টাফ নিয়োগ দেওয়া হয় তাদের বেতন পেনশন আনুতোষিক কমিয়ে দেওয়া হয়। যা সম্পূর্ণ বৈষম্য। তাদের দাবী মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এদিকে ট্রেন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রেলের যাত্রীরা। অনেক যাত্রী স্টেশনে এসে ফিরে যাচ্ছেন।
পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে প্রতিদিন ছয়টি রুটে ১১ জোড়া আন্তঃনগর এবং ২৫ জোড়া লোকাল ট্রেন যাতায়াত করে।