পার্বতীপুরে রেলওয়ে লেভেল ক্রসিং গেটে ইউরিয়া বোঝাই ট্রাক বিকল,ট্রেন চলাচল বিঘ্নিত

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদিবাড়ীর রেলওয়ে লেভেল ক্রসিং গেটে একটি ইউরিয়া সার বোঝাই ট্রাক লেভেল ক্রসিং গেট অতিক্রম করার সময় হঠাৎ চাকার স্প্রীং ভেঙ্গে বিকল হয়ে পড়লে পার্বতীপুর থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা ধরে চেষ্টার পর বিকল ট্রাকটি লেভেল ক্রসিং গেট থেকে অপসারণ করা হলে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সোমবার (২৭ জানুয়ারী ) দুপুরের দিকে এই অচলাবস্থার ঘটনাটি ঘটে।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে,ঘটনার দিন ইউরিয়া সার বোঝাই একটি ট্রাক পার্বতীপুর বাফার গোডাউনে আসার পথে পথিমধ্যে মাত্রাতিরিক্ত ইউরিয়া সার থাকায় (ঢাকা মেট্রো- ট, ১৮-৮৫৪৯) ট্রাকটি হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেট অতিক্রম করার মুুহুর্তে বিকল হয়ে পড়ে। এ সময় পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা ধরে প্রচেষ্টার পর রেলওয়ে লেভেল ক্রসিং গেট থেকে ট্রাকটি অপসারণ করার পর এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে লেভেল ক্রসিং এ ট্রাক বিকল হওয়ার ঘটনার পর পরই রেলওয়ের রিলিফ ট্রেন ঘটনাস্হলে পৌঁছে।
জানা যায়,পার্বতীপুর শহরতলীর হলদিবাড়ী রেলওয়ে লেভেল ক্রসিং গেটসহ দুই পাশের রাস্তার দুরাবস্থার কারণে এ ধরনের ঘটনা হরহামেশায় ঘটছে।