সিঙ্গাপুর মালয়েশিয়ায় যাচ্ছে শিবগঞ্জের মিষ্টি কুমড়া, বাঁধাকপি ও আলু

সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাইওয়ান ও দুবাই সহ বেশ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উৎপাদিত মিষ্টি কুমড়া, বাঁধাকপি ও আলু।কৃষকদের ন্যায্য মুল্য পাওয়া এবং দেশে বৈদেশিক মুদ্রা আর্জনের লক্ষ্যে কাজ করছে বাররুন এগ্রো ফার্ম নামের একটি প্রতিষ্ঠান। এসব সবজি রপ্তানিতে সার্বিক সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ।
শিবগঞ্জ বাজারে মেসার্স সাগর ট্রেডার্স তার আড়তে কেনা হচ্ছে এসব সবজি। কৃষক তাদের ক্ষেত থেকে আলু, বাঁধাকপি ও মিষ্টি কুমড়া আনছেন এই আড়তে। তবে পাইকারি বাজার থেকে এখানে কৃষকেরা বেশি পাচ্ছেন মণ প্রতি ১০০ টাকা। বাজারে প্রতি মণ আলু পাইকারি বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। আর সাগর ট্রেডার্সে এসব আলু পাইকারি ক্রয় করা হচ্ছে সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা মণ।
চলতি রবি মৌসুমে সাগর ট্রেডার্স এই উপজেলার প্রায় ১ হাজার কৃষকের নিকট থেকে আলু, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি কিনছেন। আবার এসব সবজি বাররুন এগ্রো ফার্ম নামের ঢাকার একটি রপ্তানি কারক প্রতিষ্ঠান বিভিন্ন দেশে রপ্তানি করছে। কৃষকদের সুবিধার্থে মাঠ থেকেই আলু গাড়িতে লোড করে নিয়ে যাওয়া হচ্ছে। নিজের দেশের আলু, মিষ্টি কুমড়া ও বাঁধাকপি বিদেশে রপ্তানি হচ্ছে এবং দামও ভাল পাওয়ায় খুশি এই উপজেলার সাধারণ কৃষক।
আলু চাষি মোকারম হোসেন বলেন, এবার আমি ১০ বিঘা জমিতে আলু চাষ করেছি, ফলনও অনেক ভাল হয়েছে, কিন্তু বাজারে দাম নেই। আমরা লোকসানের আশঙ্কা করছি। তবে বর্তমান আমরা অনেক খুশি, কেননা আমাদের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে। বাজারের চেয়েও এখানে আমরা মণে ১০০ টাকা বেশি পাচ্ছি।
বেলাল, একাবুল সহ কয়েকজন কৃষক বলেন, আমরা অত্যান্ত আনন্দিত যে আমাদের কষ্টের ফসল বিদেশে যাচ্ছে। খোলা পাইকারি বাজার থেকে এখানে আমাদের দামও বেশি দেওয়া হচ্ছে। যদি প্রতি বছর আমাদের ফসল বিদেশে রপ্তানি করা হয় তাহলে আমাদের ফসল ফলাতে আরও আগ্রহ বাড়বে।
মেসার্স সাগর ট্রেডার্সের মালিক সাগর আহমেদ বলেন, আমাদের শিবগঞ্জ উপজেলার মাটি খুবই উর্বরা, এখানে সব ধরনের সবজির চাষ হয় এবং ফলনও বাম্পার হয়ে থাকে। অনেক সময় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফসলের ন্যায্য মুল্য পাই না। তাই আমি কৃষকদের ক্ষেত থেকে বেশি দামে আলু, বাঁধাকপি ও মিষ্টি কুমড়া ক্রয় করছি। এসব পণ্য বাররুন এগ্রো ফার্ম প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন দেশে রপ্তানি করছি।
বাররুন এগ্রো ফার্ম এর এক্সিকিউটিভ অফিসার সাদিকুল ইসলাম বলেন, বাংলাদেশ আমরাই একমাত্র প্রতিষ্ঠান যে দেশের বিভিন্ন কাঁচা পণ্য বিদেশে রপ্তানি করে থাকি। আমরা আলু, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, টমেটো ও কাঁচামরিচ সহ বিভিন্ন সবজি রপ্তানি করি। এসব সবজি সিঙ্গাপুর মালয়েশিয়ায় কাতার সহ আরও কয়েকটি দেশে রপ্তানি করছি। বর্তমান এসব আলু চট্টগ্রাম হয়ে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রপ্তানি করা হবে।
শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল হান্নান বলেন, চলতি রবি মৌসুমে এবার উপজেলায় আলুর চাষের লক্ষ্যমাত্রা ছিলো ১৮ হাজার ৪০০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষ হয়েছে ১৯ হাজার ৪০০ হেক্টর জমি। ইতিমধ্যে ৮২০ হেক্টর জমির আলু তোলা হয়েছে। সাগর ট্রেডার্স আমাদের নিকট থেকে এর আগে মিষ্টি কুমড়া ও বাঁধাকপি রপ্তানির প্রত্যায়ন নিয়েছে। বর্তমান তারা আলু বিদেশে রপ্তানি করছে। আসলে এই উপজেলায় পর্যাপ্ত আলু চাষ হয়ে থাকে।
তিনি আরও বলেন, যদি প্রতি বছর এভাবে আলু বিদেশে রপ্তানি হয়ে থাকে, তাহলে কৃষকেরা অনেক লাভবান হবেন। এছাড়াও দেশেও অনেক বৈদেশিক মুদ্রা আর্জন করতে সক্ষম হবে।