বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার কমিটি গঠন

বরিশালের বানারীপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে কমিটি গঠন কল্পে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এম. আতিকুল ইসলাম ওসমানীকে সভাপতি ও মো: গোলাম রাব্বীকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।
বানারীপাড়া মাহামুদিয়া মাদরাসার হলরুমে অনুষ্ঠিত কমিটি গঠন সভায় ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার বিদায়ী সভাপতি মো. আসাদুজ্জামান মহিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশ’র সদ্য সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি এইচ এম কাওসার বাঙ্গালী।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বরিশাল জেলা শাখার সভাপতি এম এম সালাউদ্দিন। বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র বরিশাল জেলা শাখার সহ-সভাপতি সাজিদুর রহমান তালুকদার ও দাওয়াহ সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ্ ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শীহাব উদ্দিন নেছারাবাদী ও পৌর শাখার সভাপতি জালিস মাহমুদ মৃধা । এদিকে উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দকে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।