পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন নির্বাচনের ৫৬ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

দিনাজপুরের পার্বতীপুরে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে ৫৬ টি মনোনয়ন ফরম এর মধ্যে ৫২ টি মনোনয়ন পত্র দাখিল হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ৮ থেকে বিকেল ৫ টা পর্যন্ত প্রার্থীরা পার্বতীপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শাখার প্রধান কার্যালয়ে এ মনোনয়ন পত্র দাখিল করেন।
বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও পৌর সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ বলেন,সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ৫ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৭ জন,অর্থ সম্পাদক পদে ৪ জন, দপ্তর সম্পাদক পদে ৪,সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৪ জন,প্রচার সম্পাদক পদে ৩ জন,শিল্প সমাজ কল্যান সম্পাদক পদে ৫ জন এবং কার্যনিবাহী সদস্য পদে ১১ জন সদস্য তাদের মনোনয়ন ফরম গ্রহন করেছিলেন । বিভিন্ন পদে ৫৬ জন মনোনয়নপত্র ক্রয় করে শেষ দিনে ৫২ টি মনোনয়নপত্র দাখিল করেছেন।
৮ ফ্রেবুয়ারী চুড়ান্ত প্রার্থীতা বাছাই ও প্রতিক বরাদ্দ এবং আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে ফলাফল ঘোষনা করা হবে জাসিয়েছেন নির্বাচন কর্তৃপক্ষ।
মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাবেক প্যানেল মেয়র মঞ্জুরুল আজিজ পলাশ, অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, মিজানুর রহমান শামসুল ও তানভীর আহমেদ সহ পুর্বের ট্যাংলরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যন্য নেতৃবৃন্দ।