সৈয়দপুরে জাসদ নেতা মিলনের ইন্তেকাল

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নীলফামারীর সৈয়দপুর উপজেলা শাখারvসাবেক সভাপতি হুমায়ুন কবীর খাঁন মিলন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
তিনি স্ত্রী. দুই ছেলে সন্তান, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,শুভাকাঙখী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ গতকাল শুক্রবার বাদ জুম্মা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা হাই স্কুল) মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে জাসদ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম হুমায়ুন কবীর খাঁন মিলন ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী মৃত. শামসুদ্দিন খাঁনের ছোট ছেলে
এবং সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ লায়ন নজরুল ইসলাম খাঁন কিশোরের ছোট ভাই।