নন্দীগ্রামে ঘন কুয়াশায় দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ১জন গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার ভোর ৫টায় বগুড়া-নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ডে বালুবাহী ও মাছবাহী ট্রাকে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।
ঘটনায় নিহত শাহাবুর রহমান (২৩) এর বাড়ি যশোর জেলার কোতোয়ালি থানার কোতোয়ালি গ্রামে। গুরুত্বর আহত মিরাজ হোসেন (৩৫) এর ঠিকানা একই। সম্পর্কে তারা চাচাতো ভাই বলে তথ্যটি নিশ্চিত করেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোনোয়ারুজ্জামান। ফাঁড়ি থানা সুত্রে জানা গেছে, নাটোরের দিক থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বগুড়ার দিক থেকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে ঘন কুয়াশার কারণে রনবাঘা বাসস্ট্যান্ডে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় ট্রাক দুমড়ে মুচড়ে ভেঙ্গে যায় এতে ঘটনাস্থলেই নিহত হয় ট্রাক চালক শাহাবুর রহমান,একই ট্রাকে থাকা চাচাতো মিরাজ হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের টিম উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মিডেকেলে নিয়ে যান।
এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনোয়ারুজ্জামান বলেন, ঘন কুয়াশার কারণে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।