শাজাহানপুরে সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে সরকারি চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ গতকাল রোবাবর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কৃষকদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রাণী ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল হোসেন, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, বিএনপি নেতা মোশারফ হোসেন মন্ডল, জাহিদুল ইসলাম বকুল, আজিজুল হক, মিজানুর রহমান জায়দার, রেজাউল করিম লিটন, আমজাদ হোসেন প্রমুখ। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি, শিক্ষার্থী, এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।