পার্বতীপুর শিক্ষা অঙ্গনে নতুন সংযোজন সালমা স্কুল এন্ড ক্যাডেট একাডেমি

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের রেলওয়ে জংশন খ্যাত ছোট্র একটি উপজেলা শহর পার্বতীপুর। যে শহরে সরকারী-বেসরকারী উদ্যোগে গড়ে উঠেছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার বেশীর ভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই মান সম্মত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হচ্ছে। রয়েছে অঘোষিত প্রতিযোগিতা। সেই সাথে বিরাজমান শিক্ষার সুষ্ঠু পরিবেশ। সব শিক্ষা প্রতিষ্ঠানই তাঁদের সুনাম সুখ্যাতি অর্জন ও তা বজায় রাখতে সচেষ্ট। এরই মাঝে পার্বতীপুর শিক্ষা অঙ্গনে নতুন করে সংযোজিত হয়েছে "সালমা স্কুল এন্ড ক্যাডেট একাডেমী" নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান। ব্যতিক্রমী কিছু শিক্ষা পদ্ধতি ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই এলাকায় সাড়া জাগিয়েছে।
পার্বতীপুর শহরের পুরাতন বাজার এলাকায় গড়ে উঠা "সালমা স্কুল এন্ড ক্যাডেট একাডেমী"একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান,শৃঙ্খলা এবং ভালো ফলাফলের জন্য প্রত্যাশিত । এখানে আধুনিক শিক্ষাদান পদ্ধতি, দক্ষ শিক্ষক এবং উন্নত পরিবেশ শিক্ষার্থীদের একাডেমিক এবং নৈতিক উৎকর্ষ নিশ্চিত করে। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য সহশিক্ষামূলক কার্যক্রম এবং ক্যাডেট প্রশিক্ষণের সুযোগও প্রদান করে,যা তাদের ভবিষ্যৎ জীবনে সফল হতে সহায়তা করে। চলতি শিক্ষা বর্ষ থেকে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক ও ছাত্র ছাত্রী নিয়ে নিয়ে প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হয়েছে।
সালমা স্কুল এন্ড ক্যাডেট একাডেমির,, পরিচালক সালমা একজন অত্যন্ত অভিজ্ঞ, দক্ষ ও আদর্শ শিক্ষিকা। তার শিক্ষা প্রদান পদ্ধতি শিক্ষক ও শিক্ষিকার মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে এবং তাদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। অতি স্বল্প সময়ের মধ্যেই তার নেতৃত্বে এই একাডেমির শিক্ষার্থীদের মানসিক, শারীরিক এবং একাডেমিক দক্ষতার উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে।