প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৩:৫১

নন্দীগ্রামে নারীর শ্লীলতাহানি, যুবক কারাগারে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
নন্দীগ্রামে নারীর শ্লীলতাহানি, যুবক কারাগারে
বগুড়ার নন্দীগ্রামে নারীর শ্লীলতাহানির মামলায় নুর নবী সরকার (৪৬) নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
 
৩ফেব্রুয়ারী ১নং বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকার পাড়া চাকরান আধখোলা গ্রামের শ্রীলতাহানি হওয়া ওই গৃহবধূর স্বামী অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুর নবী সরকারকে শ্লীলতাহানির মামলায় আটক করে সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করেন।
 
 অভিযুক্ত নুর নবী সরকার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিনজানী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।  
 
উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, এক গৃহবধূকে শ্লীলতাহানির মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
 
উপরে