প্রকাশিত : ৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১৩:৫৭

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের দোয়া

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের দোয়া

বগুড়ায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর শহরের বকশি বাজার এলাহী জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখা এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি (নিপন), সহ-সভাপতি শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, খায়রুল হাসান কোমল, আবুল কাশেম, জামান আলী, প্রচার
সম্পাদক মুশফিকুর রহমান, দপ্তর সম্পাদক মুকুল হোসেন আকন্দ, ক্রিড়া সম্পাদক রাসেল মল্লিক, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা রফিকুল ইসলাম, সাজ্জাদুর রহমান (রতন), সাখাওয়াত হোসেন, মোঃ সহিদ মিয়া, শহিদুল ইসলাম, মুক্তার হোসেন, শিপন মিয়া, মিঠু মিয়া, গৌরাঙ্গ বসাক, মোস্তাকুল, আহসান হাবিব, ভুট্টু মিয়া, রতন, জোবায়দুর রহমান, সারিয়াকান্দি পৌর জাসাস এর সভাপতি আব্দুল মমিন আকন্দ প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ এবং জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

উপরে